ফুলবাড়ীতে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

এফএনএস (ফুলবাড়ী,কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৮:১১ পিএম
ফুলবাড়ীতে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার রাতে বয়ে যাওয়া ঝড়ে বসত ঘরের উপর গাছ উপড়ে পড়ে গাছ চাপায় বৃদ্ধা ছকিনা বেগমের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুটল নামক এলাকায়। নিহত বৃদ্ধা ওই এলাকার মরহুম গোলাম হোসেনের স্ত্রী।

জানা গেছে, ধরলা নদী বেষ্টিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে শনিবার ভোররাতে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় বৃদ্ধা ছকিনা বেগম নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন। ঘরের পাশে থাকা একটি বেল গাছ ঝড়ের কবলে ছকিনা বেগমের শয়ন ঘরে পড়ে।

এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বিছানায় ঘুমন্ত ছকিনা বেগম গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী ও ফুলবাড়ী থানা পুলিশ ছকিনা বেগমের লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক নেমে আসে।

এ ব্যাপারে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু ঘটনার সত্যতা নশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে