সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি পার্বতীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক বি এন পি নেতা এস কে আনিসুজ্জামান ।
তিনি রোববার ১৩ এপ্রিল সকাল ১০ টায় বিদ্যালযে পৌছালে তাকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এর পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দাশের সভাপতিত্বে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি প্রভাষক আনিসুজ্জামান ।
তিনি তার বক্তব্যে বলেন বিগত সরকারের সময় এই বিদ্যালয়ের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হয়েছে। তিনি আরো বলেন সকল দূর্নীতি ও অনিয়মের উর্ধে থেকে বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ। কারন এটি আমার বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে লেখাপড়া শিখে আজ আমি মানুষ হয়েছি। তাই এই বিদ্যালয়ের সকল দায়িত্ব আজ থেকে আমি কাধে তুলে নিলাম। এ সময় উপস্থিত ছিলেন বি এন পি নেতা গাজী সুলতান আহম্মেদ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।