পাঁচবিবিতে বর্নাঢ্য আয়োজনে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল ৮.৩০ ঘটিকায় বর্নিল আয়োজনে নানা সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নেতৃত্বে সহস্রাধিক ছাত্র ছাত্রী ও নানা পেশার লোকজনের সমন্বয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পাঁচবিবি স্টেডিয়াম থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীবৃন্দ। সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় শিল্পীবৃন্দ অংশ গ্রহন করেন। এছাড়াও দিবসের কর্মসূচী পাঁচবিবি স্টেডিয়ামে ১দিনের লোকজ মেলার আয়োজন করা হয়েছে।