কালাইয়ে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০২:১২ পিএম
কালাইয়ে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপযাপন হয়েছে বাংলা বর্ষবরণ “পহেলা বৈশাখ-১৪৩২”। এ নতুন বছরকে স্বাগত জানাতে, উদ্যাপন করতে সমগ্র বাঙালি জাতি আজ এক কাতারে। ধর্ম-বর্ণ, সকলগোত্র নির্বিশেষে বাঙালির একমাত্র উৎসবের দিন এটি। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে এলাকার ও ভিনদেশী তরুণ-তরুণী,শিশু-কিশোর, নারী-পুরুষ এবং উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব বিভিন্ন সংগঠনেরা নিজস্ব দেশি পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এক বিশাল শোভাযাত্রা কালাই-মোকামতলা মহাসড়কে প্রদক্ষিণ করে কালাই সরকারি মহিলা কলেজ এসে শেষ হয়। উক্ত বাংলা বর্ষবরণ শোভাযাত্রার নের্তৃত্ব দেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.ইফতেকার রহমান ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন। পরে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গানে-গানে মাতিয়ে তোলেন এলাকার বিভিন্ন বয়সের শিল্পীরা। 

এরপরে উপজেলা পরিষদ চত্বরে এক দিনের জন্য বসে পহেলা বৈশাখ মেলা। সেই মেলায় পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সেই পুরোনো দিনের বিয়ের একমাত্র বাহন পালকী, মালা-মালের বাহনকারী গরু ও ঘোড়া গাড়ী, লাঠি-খেলা,মাছধরা খলশানী,পলই, কৃষি কাজে ব্যবহিৃত লাঙ্গল-জোয়াল, পানি দেওয়া শিনি, তামাক সেবনের জন্য হুকা, নাগরদোলা, ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাতল, বাইস্কোপ, গান-বাজনার জন্য হারমুনিয়াম, বাঁশি,তবলাসহ নানা ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে