বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে সার্কিট হাউস সংলগ্ন ঐতিহ্যবাহী শিমুল তলায় শিল্পীদের সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম , পুলিশ সুপার মো. ইবরাহিম খলিল সকাল ৭ টায় বর্ষবরন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিমুল তলায় এসে শেষ হয়। তিনদিন ব্যাপী চলবে বৈশাখী মেলা। মেলায় প্রায় ৫০ টি স্টল রয়েছে।