সুজানগরে গর্ভবতী মায়ের প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৫:১০ এএম
সুজানগরে গর্ভবতী মায়ের প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

পাবনার সুজানগরে দুই দিনব্যাপী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল উদ্দীপনামূলক প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুজানগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) মোহাঃ আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ফৌজিয়া সুলতানা। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের ৮৪জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। 

আপনার জেলার সংবাদ পড়তে