ডুমুরিয়ায় শিশু কন্যা ধর্ষণ মামলার আসামী অজিয়ার রহমান মোল্যা (৫৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার উপজেলার কুলবাড়িয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে এলাকার কাবিল মোল্ল্যার ছেলে। মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কুলবাড়িয়া এলাকার বিধবা ও বাক প্রতিবন্ধী সুসমা মন্ডল একমাত্র শিশু কন্যাকে সাথে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেনিতে পড়ে।
জানা গেছে, ভিকটিম প্রতিদিন বিকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী বাঁগআচড়া গ্রামে একটি কোচিং সেন্টারে পড়া লেখা করতে যাতায়ত করে আসছে। এক পর্যায়ে গত ২২ মার্চ বিকেলে এলাকার জনৈক শাহিদার বাড়ির সামনে ধর্ষক অজিয়ার রহমান ওৎ পেতে থাকে। এক পর্যায়ে রাস্তার পাশে শাহিদার বাড়ির ভিতরে কৌশলে শিশুটিকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায় অজিয়ার রহমান। এরপর জোর পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি শিশুটি তার দিদি'মাকে' জানিয়ে দেবে বললে তখন ধর্ষক খাবার কেনার জন্য ৫০ টাকা শিশুটির হাতে দিয়ে বলে কারো সাথে যেনো কিছু বলিস না। যদি বলিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। এঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে গত ১৪ এপ্রিল ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন জানান।
এ ঘটনায় নারী ও শিশুনির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে।ভিকটীমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালত ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেছে মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।