ঝিকরগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩৭ পিএম
ঝিকরগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ওই গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (২) ও জহির উদ্দিনের মেয়ে মেহরিনা খাতুন (২)। ওই গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন জানান, দুপুরের দিকে মরহুম সুলতান দাদার পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের সিঁড়ির কাছে সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (২) এবং জহির উদ্দীনের মেয়ে মেহেরিনা খাতুন (২) কে সিঁড়ি থেকে একটু দূরে পানিতে ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদেরকে পানি থেকে উপরে উঠানো হয় এবং মৃত অবস্থায় পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে তারা উভয়েই পুকুরে খেলা করতে গিয়েছিল। এদের একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে উঠাতে গিয়ে, উভয়েই পানিতে ডুবে মারা যায়। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা (বিকাল ৩:৩০) পর্যন্ত তাদের দাফন করা হয়নি। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, এরকম একটি দুর্ঘটনার কথা শুনেছি।

আপনার জেলার সংবাদ পড়তে