জনতা ব্যাংক জাবিপ্রবি শাখায় তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:৩২ পিএম
জনতা ব্যাংক জাবিপ্রবি শাখায় তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা

জনতা ব্যাংক (জাবিপ্রবি শাখা) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বশ্ববিদ্যালয় দুইদিন যাবৎ তালাবদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ব্যাংকের শাখা  প্রতিষ্ঠালগ্নে শিক্ষার্থীদের জন্য একটি বাস দেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১৫ এপ্রিল দুপুর থেকে তালা ঝুলিয়ে রেখেছে। 

শিক্ষার্থী হাজ্জাজ বিন ইউসুফ, মৌমিতাসহ অন্যান্যরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য জনতা ব্যাংক একটি বাস দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। বাস দিবেনা, তাহলে প্রতিশ্রুতি দিলেন কেন? এটা আমাদের ইগুতে লাগছে। আমরা বাস চাই না, জনতা ব্যাংকের শাখাও চাই না। তারা চলে যাক, আমরা অন্য ব্যাংক প্রতিষ্ঠার আহবান জানাবো। 

পরিবহন পুলের আহবায়ক ড. আল মামুন সরকার, প্রক্টর ড. সাদিকুর রহমান ইমন এবং শিক্ষক ড. সাইফুল ইসলাম জানিয়েছেন, ছাত্রদের দাবির যৌক্তিকতা আছে। চলমান ঘটনার জন্য আমরাও বিস্মিত। 

জনতা ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার শহিদুল্লাহ শিক্ষার্থীর দাবির সত্যতা জানিয়ে বলেছেন, ছাত্রদের বাধার মুখে আজো আমরা ব্যাংকে প্রবেশ করতে পারিনি। প্রতিশ্রুতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে জিএম ফারজানা বেগম এবং ডিজিএম সরোয়ার জাহান সেলফোনে জানিয়েছেন, আমরা একটি  জুম মিটিং-এ থাকায় কথা বলতে  পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মোশাররফ হোসাইন জানান-ইতোপূর্বেও ছাত্রদের আন্দোলনের মুখে আমাকেসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ডেকে নিয়েও বাস দেবার বিষয়ে আশ্বস্ত করেছিল। কয়েকবার ছাত্রদের আন্দোলন করতে বারণ করেছি।  এখনতো ছাত্ররা কোন কথাই মানছে না। দ্রুত সমাধোনে জন্য ব্যাংক কর্তৃপক্ষের সাথে বসার চেষ্টা করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে