ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপি নেতা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গর্জে উঠলো ইসলামপুর।
১৬ এপ্রিল (বুধবার) গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এক বিশাল প্রতিবাদ ও সংহতি র্যালি বের হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এ এস এম আব্দুল হালিম এর নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশ গ্রহণ করেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনÑযুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপিই একমাত্র গণমানুষের দল মানুষের আশা-আকাঙ্ক্ষার মুর্ত প্রতীক। ১৭ বছর নির্যাতিত ছিল বিএনপির নেতা কর্মীরা তাই তারা জানে নির্যাতনের শিকার মানুষ গুলো কতটা অমানবিক জীবন যাপন করে। তাই আগামী দিনেও দেশে ও বিদেশে সকল নির্যাতিত মজলুম মানুষের পাশে থাকবে।
এছাড়াও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।