বরগুনা পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:৫১ পিএম
বরগুনা পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা পৌর শাখার কর্মিসভা বুধবার বিকেল সাড়ে ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মিসভায় সভাপতিত্ব করেন বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ- সম্পাদক  কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ - সভাপতি ফজলুল হক মাস্টার,  এ জেড এম  সালেহ ফারুক পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন মন্টু, নারী ও শিশু আদালতের পি,পি  অ্যাডভোকেট  রন্জুয়ারা সিপু, যুবদল কেন্দ্রীয় কমিটির  সহ- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ   জেলা বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, কেএম সফিকুজ্জামান মাহফুজ, হুমায়ুন হাসান শাহিন,  জাফরুল হাসান জাফর, রেজাউল কবির বাবুল হাওলাদার। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের  তৃনমুল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

কর্মী সভায় প্রধানঅতিথি  কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন,  বিগত ১৭ বছরে আমরা আওয়ামীলীগ সরকারের দারা নির্যাতিত হয়েছি। দেশের মানুষ নিষ্পেষিত হয়েছে।  এসব কারনে  ২৪ এর ছাত্র গণ অভ্ভুথ্থান হয়েছে । আগামী দিনে কিভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এখন  সেদিকে দৃষ্টি দিতে হবে।  আওয়ামীলীগ  যে সব অপকর্ম করেছে  তা থেকে আমাদের কে পরিবর্তন হতে হবে। জুলাই আগষ্টেরর আন্দোলনে যারা ঢাকায় গিয়ে আন্দোলন করেছেন জেল খেটেছেন, রাস্তায় ছিলেন তারা সামনের সাড়িতে বসবেন। স্বৈর শাসকের নির্বাচনে যারা অংশ নিয়ে বহিস্কৃত হয়েছেন তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার  করা হলে সভায় উপস্থিত থাকতে পারবেন তা ছাড়া থাকতে পারবেননা।  আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তার আলোকে রাষ্ট্র  কাঠামো সংস্কার করতে হবে।   তৃন মুলের ভোটের মাধ্যমে আপনারা আপনাদের  নেতা নির্বাচন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে