টানা কয়েক দিনের তীব্র ভ্যাপসা গরম শেষে রাজধানী ঢাকায় বুধবার (১৬ এপ্রিল) দুপুরের পর স্বস্তিদায়ক বৃষ্টির দেখা মেলে। ঝোড়ো হাওয়ার সঙ্গে আসা এ বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে শহর। তাপদাহের মধ্যে হাঁসফাঁস করা নাগরিকদের মুখে এখন প্রশান্তির ছোঁয়া।
দুপুর আড়াইটার পর থেকে ঢাকার আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমতে থাকে। এরপর ঝড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি, আর তাতেই কিছুটা কমে আসে দিনের গরম। রাজধানীর তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, আজিমপুর, কলাবাগান, মিরপুর, ধানমন্ডি, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে সড়কে পানি জমে যায়। ফলে যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে দুর্ভোগের মাঝেও নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
তেজগাঁওয়ে দেখা যায়, অফিস শেষে ফিরছিলেন ইমরান মাহমুদ। বৃষ্টিতে ভিজে হেসে বললেন, “মনটাই ভালো হয়ে গেল। এতোদিন যে গরমে প্রাণ ওষ্ঠাগত, এখন মনে হচ্ছে সত্যি বৈশাখ এসেছে।”
কারওয়ান বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, “গত ক’দিন গরমে মাথা ঘুরে যাচ্ছিল। আজকের বৃষ্টি যেন তাপদাহের যন্ত্রণা ধুয়ে দিয়ে গেল।”
ধানমন্ডির বাসিন্দা ফারহানা ইসলাম বলেন, “বৃষ্টিটা যেন আশীর্বাদ হয়ে এসেছে। আজ সত্যি একটু শান্তি লাগছে।”
রিকশাচালক হানিফ বলছিলেন, “ঝড়ের সময় রাস্তায় ছিলাম, একটু কষ্ট হলেও এখন মনে হচ্ছে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। কষ্টের মধ্যেও শান্তি মিলছে।”
আবহাওয়া অধিদপ্তর জানায়, এই বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে, যা শহরবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। লঘুচাপটির বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।
পাশাপাশি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনো দক্ষিণ বঙ্গোপসাগরেই অবস্থান করছে।
বৈশাখের শুরুতেই এমন বৃষ্টি যেন প্রকৃতির উপহার বলে মনে করছেন অনেকে। টানা তাপপ্রবাহে ক্লান্ত নগরজীবনে এই বৃষ্টি যেন এক মুহূর্তের প্রশান্তি এনে দিয়েছে। শহরের পথঘাটে ছাতা হাতে বা বৃষ্টিতে ভিজে ফেরা মানুষের মুখে এখন হাসি, গরমের দুর্ভোগ ভুলে বৃষ্টির পরশেই মিলেছে প্রশান্তি।