মোল্লাহাটে মানবাধিকার দিবস পালনে মানববন্ধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৭ এএম
মোল্লাহাটে মানবাধিকার দিবস পালনে মানববন্ধন

বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্র দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খলিলুর রহমান ডিগ্রী কলেজ ছাত্র দলের আয়োজনে অত্র কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে ব্যানার ও বক্তব্যে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামীলীগ সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্র দলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচার দাবি করা হয়। মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রিপন শেখ ফুরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মোল্লা, কে আর কলেজ শাখার সাবেক আহ্বায়ক ইরান মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এস এম আরাফাত রহমানসহ ছাত্রদল নেতা সাগর শেখ, মামুন মোল্লা, নওফেল শেখ, সোহেল শেখ, চয়ন মোল্লা, আলভী মিয়া প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে