পুঠিয়ায় টিসিবির পণ্য আগুনে পুড়ে গিয়েছে

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ পিএম
পুঠিয়ায় টিসিবির পণ্য আগুনে পুড়ে গিয়েছে
পুঠিয়ায় পৌরসভার টিসিবির গোডাউনে বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে টিসিবি পণ্যসামগ্রী পুড়ে গেছে। পৌর সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল থেকে পৌরসভার টিসিবির পণ্য বিতারণ শুরু করে। আর টিসিবি কার্ডধারীর সদস্যের সংখ্যা রয়েছে, ১ হাজার ৮শত জন। পুঠিয়া থানার পাশে পুরাতন পৌর ভবনে পণ্য সামগ্রীগুলো রেখে পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত টিসিবির পণ্য দিয়ে থাকে। পুঠিয়া ফায়ার ষ্টেশনের ইনেপেক্টার সারোয়ার হোসেন বলেন,বৃহস্পতিবার রাত একটার দিকে পুরাতন পৌর ভবনের বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে প্রায় ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন রকম পণ্যসামগ্রীর পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধরনা করছি। তিনি আরো আমরা যখন উদ্ধার কাজে এসে ভবনের চারিদিকের তালা ভেঙে দেওয়া ছিল। তালা ভেঙে গোডাউনের ভিতরে ঢুকতে হয়েছে। ঢুকেই আমাদের মনে হয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের জন্য আগুন ধরেছে। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসন দেবষীক বসাক বলেন,পৌরসভায় টিসিবির দুই ডিলারের পণ্য সামগ্রী আলাদা আলাদা গোডাউনে রাখা ছিল। একজনের গোডাউনে ৯শত জনের করে পন্য ছিল। শুধুমাত্র একটি গোডাউনে আগুন ধরেছে। তার ভিতরে আবার ৭শত জনের পণ্য ইতোমধ্যে বিতারণ করা হয়েছে। বাকি দুইশত জনের পণ্য সামগ্রী পুড়ে গিয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে