মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকে সঙ্গে নিয়ে আলোচনা সভা করেছে যুব দলের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সুজন দেওয়ান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের আস্থাভাজন বাবু, সাব্বির, করিম, নাহিদ, মিজান, শিপন ছাত্রলীগের নেতা হিসেবে তারা বেশ পরিচিত । রাজনৈতিক পট পরিবর্তনের ৪ মাসের মাথায় তাঁরা যুবদলের মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এ নিয়ে তৃণমূল অনেক যুবদলের কর্মীরা বিব্রত। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক নেতা বলেন, আসলে সুজন দেওয়ান তার নিজের গ্রুপ ভারি করার জন্য সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভা করেছেন এটা দুঃখজনক। এই ঘটনায় যুবদল ছাত্রদল ও বিএনপি কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ তাতে গজারিয়া যুবদলের ওপর আস্থা হারাচ্ছে সাধারণ কর্মীরা। অতিসত্বর হাইকমান্ডকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই আমরা।