বিতর্কের মুখে পরিবারের নিরাপত্তায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন অনুরাগ কাশ্যপ

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০২:২২ পিএম
বিতর্কের মুখে পরিবারের নিরাপত্তায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন অনুরাগ কাশ্যপ

ভারতের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ ফের উঠে এসেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনন্ত মহাদেবন পরিচালিত আসন্ন ছবি ‘ফুলে’ নিয়ে বিতর্কের সূত্র ধরে ব্রাহ্মণ সম্প্রদায়কে উদ্দেশ করে দেয়া তার এক মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় তাকে এবং তার পরিবার-পরিজনকে হুমকি দেওয়া। একপর্যায়ে পরিচালকের বাড়ির মেয়েসহ ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়- যা পরিস্থিতিকে করে তোলে অত্যন্ত ভয়াবহ।

পরিস্থিতির ভয়াবহতা বুঝে অনুরাগ কাশ্যপ শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, “আমি যা বলেছি, তা সচেতনভাবেই বলেছি এবং বেশিরভাগ মন্তব্য ফিরিয়ে নিতে চাই না। তবে একটি বাক্য, যা প্রসঙ্গের বাইরে গিয়ে বলা হয়েছিল— সেটি নিয়ে আমি দুঃখিত।”

তার অনুরোধ, “আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার পরিবার-পরিজন, বন্ধু ও সহকর্মীদের এই আক্রোশ থেকে মুক্ত রাখুন।” তিনি আরও যোগ করেন, “আমার বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তবে আমি ক্ষমাপ্রার্থী। তবে এই আঘাতের প্রতিক্রিয়া যদি হয় ধর্ষণ ও খুনের হুমকি— তাহলে সেটা আমাদের সমাজের সংস্কারক নামধারীদের আসল চেহারা প্রকাশ করে।”

এই বিতর্কের সূত্রপাত হয় প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত ছবি ‘ফুলে’ ঘিরে। এটি সমাজ সংস্কারক জ্যোতিরাও এবং সাবিত্রীবাই ফুলের জীবনের উপর নির্মিত একটি বায়োপিক, যেখানে বর্ণবৈষম্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দম্পতির সংগ্রাম তুলে ধরা হয়েছে। এই ছবির বিষয়বস্তু এবং কিছু সংলাপ ঘিরেই ক্ষুব্ধ হয়ে ওঠে ব্রাহ্মণ সম্প্রদায়ের একাংশ। ফলত, ছবির মুক্তির তারিখ পিছিয়ে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল করা হয়।

অনুরাগ কাশ্যপ, যিনি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এর মতো চলচ্চিত্র নির্মাণ করে সুনাম কুড়িয়েছেন, এই পরিস্থিতিতে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তার এক বক্তব্য— “ব্রাহ্মণদের উপর প্রস্রাব করি”— ভাইরাল হয়ে পড়ে এবং তখন থেকেই শুরু হয় কটাক্ষ, নিন্দা ও হুমকির বন্যা।

তবে সমস্ত কিছু উপেক্ষা করে, অনুরাগ কাশ্যপ এখনও তার অধিকাংশ বক্তব্যে অনড়। তিনি বারবার বলেছেন, তার বক্তব্য সমাজের ভণ্ড সংস্কারবাদীদের মুখোশ খুলে দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে