পোরশায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত-৪

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৬ পিএম
পোরশায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত-৪

নওগাঁর পোরশা শিশা মাটিন্দর ব্রিজের কাছে বাস দূর্ঘটনায় এক নারী নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়েছেন। নিহত নারী উপজেলার আমদা গ্রামের জিল্লু রহমানের স্ত্রী। জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রো-ব-১১-৩৬৩০ নং এর একটি যাত্রীবাহি বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে শিশা-মহাদেবপুর রাস্তার মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনা স্থলেই নুরবানু (৫৫) নামে এক নারী মারা যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আমদা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম রহমান (৬৫), মৃত শামসুদ্দিনের ছেলে জিল্লু রহমান (৬০) ও তার মেয়ে মাহফুজা বেগম (৩৫) এবং নিতপুর পুরাতন দিয়াড়াপাড়া গ্রামের ওয়াসেব আলীর মেয়ে কলেজ ছাত্রী মনিরা খাতুন (২১) আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কতৃপক্ষ নিশ্চিত করেছেন। এ সংবাদ পাঠানো পর্যন্ত লাশ ঘটনা স্থলেই ছিল। 

আপনার জেলার সংবাদ পড়তে