টঙ্গী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ এর বার্ষিক সভা

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৩ পিএম
টঙ্গী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ এর বার্ষিক সভা

গাজীপুরের টঙ্গী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ২৩তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছেন। বুধবার সকালে মিলস প্রাঙ্গণে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর আবুল হাশমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল মোমেন, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আবু শাকের, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, আল আমিন হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রেজিষ্ট্রি দলিলমূলে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের মালিকানা পাওয়ার জন্য বিটিএমসি ও বস্ত্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি অচিরেই বিষয়টি সুরাহা হবে। রেজিষ্ট্রেশন পেলে কোম্পানির শেয়ার হোল্ডাররা স্বাধীনভাবে মিল পরিচালনা করতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে