পটুয়াখালীর কলাপাড়ার শিববাড়িয়া নদীর দখল দূষণ এবং বিরাজমান পরিস্থিতি বিষয়ক উপকারভোগী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা) আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। শিব বাড়িয়া নদীর সমস্যা ও বিরাজমান পরিস্থিতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা'র বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন। একসময়ে ১২০ মিটার প্রশস্ত শিব বাড়িয়া নদীটি দখল দূষণে বর্তমানে ২০-৩০ মিটারে এসে নেমেছে। এ নদীর দুই তীরে আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরের কয়েকশ ব্যবসায়ী তাদের মৎস্য বর্জ্য নদীতে ফেলছে। এছাড়া নদীর দুই তীরে গড়ে উঠেছে শত শত পাকা স্থাপনা। এ কারনে নদীর প্রবেশ পথ সংকুচিত হয়ে যাওয়ায় নদীতে ভাটার সময় ট্রলার চলাচল করতে পারছে না। তাই এ নদীর দখল ও দূষণ বন্ধে সরকারি সহায়তা কামনা করেন নদী তীরের বাসিন্দা ও পরিবেশ কর্মীরা।