শিব বাড়িয়া নদীর দখল দূষণ বন্ধে সমন্বয়সভা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৬ পিএম
শিব বাড়িয়া নদীর দখল দূষণ বন্ধে সমন্বয়সভা

পটুয়াখালীর কলাপাড়ার শিববাড়িয়া নদীর দখল দূষণ এবং বিরাজমান পরিস্থিতি বিষয়ক উপকারভোগী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা) আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। শিব বাড়িয়া নদীর সমস্যা ও বিরাজমান পরিস্থিতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা'র বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন। একসময়ে ১২০ মিটার প্রশস্ত শিব বাড়িয়া নদীটি দখল দূষণে বর্তমানে ২০-৩০ মিটারে এসে নেমেছে।  এ নদীর দুই তীরে আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরের কয়েকশ ব্যবসায়ী তাদের মৎস্য বর্জ্য নদীতে ফেলছে। এছাড়া নদীর দুই তীরে গড়ে উঠেছে শত শত পাকা স্থাপনা। এ কারনে নদীর প্রবেশ পথ সংকুচিত হয়ে যাওয়ায় নদীতে ভাটার সময় ট্রলার চলাচল করতে পারছে না। তাই এ নদীর দখল ও দূষণ বন্ধে সরকারি সহায়তা কামনা করেন নদী তীরের বাসিন্দা ও পরিবেশ কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে