সাগরপাড়ার ড্রেনে ফেলা বড়শিতে মিলল সাড়ে ১৭ কেজি ওজনের মাগুর মাছ

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ পিএম
সাগরপাড়ার ড্রেনে ফেলা বড়শিতে মিলল সাড়ে ১৭ কেজি ওজনের মাগুর মাছ

রাজশাহী নগরীর সাগরপাড়া কাঁচাবাজার এলাকার একটি ড্রেনে বড়শি ফেলে সাড়ে ১৭ কেজি ওজনের ২টি মাগুর মাছ ধরে চরম কৌতূহল সৃষ্টি করেছেন দুই যুবক। এদের মধ্যে ১০ কেজি ওজনের মাগুর মাছটি ধরেছেন স্বাধীন (২২) ও সাড়ে ৭ কেজি ওজনেরটি ধরেছেন অপর বন্ধু শাকিব (২১)। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মাছ দুটি ধরা পড়ে বলে জানা গেছে।

সাগরপাড়া মাছুয়া এলাকার বাসিন্দা স্বাধীন পেশায় একটি মোটরগাড়ির গ্যারেজের কর্মচারী আর শাকিব একটি মুরগির দোকানে কাজ করেন। মাছ ধরার সময় তাদের সঙ্গে স্থানীয় উৎসুক তরুণরা উপস্থিত ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে মাছের পোনাভর্তি একটি ভ্যান উল্টে পড়ে যায়, যার পোনাগুলোর একটি অংশ ড্রেনে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ওই ড্রেনে মাছ ও মুরগির দোকানগুলোর বর্জ্য জমে থাকায় এসব মাছ বড় হয়ে উঠেছে বলে তাঁদের ধারণা। শুক্রবার রাতে সাগরপাড়া বাজারের ড্রেনের স্ল্যাব সরিয়ে বেশ কয়েকজন যুবক বড়শি ফেলে মাছ ধরতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন বড়শিতে মাছ উঠানোর সময় মাছটি এতটাই ভারী ছিল যে, তিনি বাধ্য হয়ে ড্রেনে নেমে পড়েন। এতে তাঁর হাত-পা কিছুটা জখমও হয়। পরে তিনি মাছটি বাসায় নিয়ে যান।

শাকিবের মা সাইদা জিয়াসমিন সাগরী ছেলের ধরা মাছ দেখে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কী বুলবো, খুবই আনন্দ হইছে। এত আনন্দ হইতেছে যে বুইলতে পারতেছি না।’

স্থানীয়রা আরও জানান, গত কয়েক দিন ধরেই ড্রেনের পানির স্তর কমে যাওয়ায় ভেতরে নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছিল। গত বুধবার প্রথমবার স্ল্যাব সরিয়ে কয়েকটি বড় মাগুর মাছ চোখে পড়ে এবং চারটি মাছ ধরা হয়। বৃহস্পতিবার ধরা পড়ে আরও তিনটি। সবশেষ শুক্রবার রাতে এই দুটি বড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অনেক তরুণরা ওই ড্রেন থেকে মাছ শিকারের লক্ষ্যে বড়শি ফেলছেন। তবে আজ (শনিবার) রাতে অনেক সংখ্যক ব্যক্তি মাছ পাওয়ার প্রত্যাশায় বড়শি ফেলবেন বলেও মন্তব্য এলাকাবাসীর।

আপনার জেলার সংবাদ পড়তে