বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতাভুক্ত বেফাক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার উপজেলার ধানীখোলা ইউনিয়নের নূরুল কুরআন মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থীর মাঝে নূরুল কুরআন মহিলা মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী সেরা ১০০ জনের তালিকায় স্থান অর্জন করে। একই সাথে মাদ্রাসার আভ্যন্তরিন বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মুফতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক ঢাকা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ বেনজির আহমেদ।
বক্তব্য রাখেন, নূরুল কুরআন মহিলা মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব ডা. ইউসুফ আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাতলাসেন কাদেরীয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব খোরশেদ আলম মাদানী, মাওলানা আবু হানিফ, মোঃ সাইফুল্লাহ রনি, মোঃ জহির হক সুরুজ, মোঃ গোলাম সামদানী, সাইদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফ রব্বানী। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।