ভারতে ৬ বছর কারাভোগের পর বাংলাদেশে ফিরলেন ১ পুরুষ সহ ৭ নারী

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০১:০২ পিএম
ভারতে ৬ বছর কারাভোগের পর বাংলাদেশে ফিরলেন ১ পুরুষ সহ ৭ নারী

ভারতে ছয় বছর কারাভোগ পর বেনাপোল চেকপোস্ট দিয়ে  ১ পুরুষ সহ ৭ বাংলাদেশি নারীকে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হসতানতর করেছে । 

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসারা হলেন- মনিকা আক্তার (২১), লিলি বেগম (৩১),কাজল গাজী (২৭),আম্বিয়া বিবি (৩২), আকলিমা খাতুন (২২), সাবিনা বিবি (২৫)ও ইসলাম সর্দার (৫৭),। তারা ঢাকা, সাতক্ষীরা, খুলনা, যশোর ও বগুড়া জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ভালো কাজের আশায় সাত বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের যান। সেখানে কলকাতায় তারা বিভিন্ন বাসাবাডি়তে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশের আদালত তাদের ৬ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের  গ্রহন করে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ (শনিবার) রাতে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হসতানতর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেছে তাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য। 

রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর জাওয়াদুল করিম জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহন করা হয়েছে। এরমধ্যে রাতে ইসলাম সর্দার নামে একজনকে তার পরিবারের কাছে হসতানতর করা হয়েছে। বাকি ছয় নারীকে হসতানতর জন্য তাদের পরিবারের সঙ্গে যোগযোগ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে