কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে জালনোটসহ কাউয়ারখোপের ইউপি সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ২ লাখ ৫০হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কাউয়ারখোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এমইউপি সদস্য মৃত গোলাম কাদেরের পুত্র মো: হাছান, মোহাম্মদ শফির পুত্র মোঃ কাজল এবং মৃত আনু মিয়ার পুত্র মোঃ এহসানুল হক। তিনজনই রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা। রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী, বিষয়টি নিশ্চিত করেছেন।