পারভেজ হত্যাকাণ্ড: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৫৮ পিএম
পারভেজ হত্যাকাণ্ড: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ (২২)। এ ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতির মাঠ। ছাত্রদল এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পাঁচ নেতাকে, অন্যদিকে অভিযুক্ত সংগঠনটি এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাজ ইসলাম। বাকি চারজন হলেন—সোবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজী, আবু জর গিফারি এবং মাহাদী হাসান।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধিয়ে মেহরাজ ইসলাম গং বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় পারভেজকে হত্যা করে। তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং এই হত্যার নেপথ্যে রাজনৈতিক মদতের অভিযোগ তোলেন।

অন্যদিকে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানায়, “ছাত্রদল সত্য আড়াল করতে মিথ্যা প্রচার চালাচ্ছে।” তারা দাবি করে, অভিযুক্তদের মধ্যে অন্তত দুজনের নাম সিসিটিভি ফুটেজ কিংবা নিরপেক্ষ কোনো সূত্রে পাওয়া যায়নি। ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে বলে তারা অভিযোগ তোলে।

সংগঠনটি আরও দাবি করে, “এই হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য ধামাচাপা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ‘নবজাত ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসেবেই অপপ্রচার চালানো হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য আলামতের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে