যুবদল,ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের শোডাউন

এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:১৩ এএম
যুবদল,ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের শোডাউন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া লংমার্চ সফল করতে আশুগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের ব্যাপক শোডাউনের জন্য বুধবার সকাল থেকে হাজার নেতাকর্মী ঢাকা সিলেট মহসড়কের হোটেল উজান ভাটির সামনে জড়ো হতে থাকে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.কামাল হোসেন জয় বলেন,বুধবারের ঢাকা টু আখাউড়া লং মার্চকে সফল করতে আশুগঞ্জ উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল  ৬টা থেকে হোটেল উজান ভাটির সামনে জড়ো হতে থাকে।তিনি বলেন, ঢাকা টু আখাউড়া লং মার্চকে সফল করতে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ী বহরের সাথে আশুগদঞ্জ থেকে শতাধিক মাইক্রো,সিএনজি এবং শতাধিক মোটর সাইকেল যুক্ত হয়ে আমরা দুপুর দেড়টায় আখাউড়ার উদ্দেশ্যে রওয়ান হয়েছি।ভারতকে বুঝতে হবে যে,বাংলাদেশ ভারতের বন্ধু ।বাংলাদেশের সাথে কন্ধুত্বসুলভ আচরণ করতে হবে অন্যথায় বাংলাদেশ সমুচিত জবাব দিবে ।বাংলাদেশ এখন থেকে নতুন করে স্বপ্ন দেখছে তারেক রহমানের নেতৃত্বে।এখন থেকে বাংলাদেশ এর চুপ করে বসে থাকবে না বাংলাদেশ।

আপনার জেলার সংবাদ পড়তে