চাটমোহরে ডাটাবেস ভ্যালিডেশন সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ এএম
চাটমোহরে ডাটাবেস ভ্যালিডেশন সভা

পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে আদিবাসী পরিবারের ডাটাবেস ভ্যালিডেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারি সংগঠন মানব মুক্তি সংস্থা (এমএমএস) এ সভার আয়োজন করে। জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা সভাপতি কর্ণ মুরারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।  ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইউক্যান বাংলাদেশ ও ক্রিস্টান এইডের সহযেগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠনের অংশগ্রহনে জনপরিসর সম্প্রসারন ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।  সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন,এমএমএস'র প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন এমএমএস'র মনিটরিং কর্মকর্তা আহাদুজ্জামান আহাদ। আলোচনায় অংশ নেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা সেক্রেটারী বিদ্যুৎ ভুঁইমালী,এলডিও'র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু,এসডিপি'র নির্বাহী পরিচালক খলিলুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে