পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া বিলের ও অভয়াশ্রমের মাছ রক্ষা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বিলপাড়ের মৎস্যজীবিরা। বিলের মাছ বাউতের (দলবদ্ধভাবে মাছ ধরা) নামে লুটপাট করার আয়োজন চলছে বলে মৎস্যজীবিদের অভিযোগ। জানা গেছে,গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিলের মাছ ধরার জন্য বাউতে যোগ দেয় শত শত মানুষ। তাদের প্রতিরোধ করতে বিলপাড়ের মৎস্যজীবিরা তীর ধনুক ও লাঠিসোটা নিয়ে বিলে অবস্থান নেন। এসময় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ মতিন,থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ও থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার পুলিশ ফোর্স নিয়ে বিলে যান। তারা উভয় পক্ষের সাথে কথা বলে শান্ত করেন। প্রশাসনের তড়িৎ পদক্ষেপে বড় ধরনের হাঙ্গামা এদিন বন্ধ হয়। ফিরে যায় বাউতে আসা বিভিন্ন এলাকার লোকজন। এদিকে মৎস্যজীবিরা জানান,বাউতের নামে আগামী শনিবার ফের মাছ লুটের পাঁয়তারা করা হচ্ছে। বিলের মাছেই বিলপাড়ের ৩/৪টি গ্রামের মৎস্যজীবিদের সারা বছর জীবিকা নির্বাহ হয়। এ বিলে আগে কখনও বাউতের নামে মাছ ধরা হয়নি বলে জানান তারা। তাছাড়া এ বিলে অভয়াশ্রম রয়েছে। মাছ রক্ষা নিয়ে তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন,সহযোগিতা চেয়েছেন প্রশাসনের। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান,যারা বাউতে মাছ ধরার জন্য আসেন,তারা নির্দিষ্ট কোন ব্যক্তি না। ফলে তাদের সাথে কথা বলা যায়না। বিভিন্ন অঞ্চল থেকে তারা আসেন। তারপরও আমরা পূর্বের মতোই চেষ্টা করবো মৎস্য সম্পদ রক্ষা করার।