ঘোড়াঘাটে আ,লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪ পিএম
ঘোড়াঘাটে আ,লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা দক্ষিন দেবীপুর গ্রামের আব্দুর নুরের ছেলে মাহবুর রহমার মাবু (৪৮)। তিনি সিংড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। অপরজন  বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারের আব্দুস সালামের ছেলে । তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক। উল্লেখ্য গত বছরের ২৪ আগষ্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,পৌর কাউন্সিলর,ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০জনকে আসামী করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে