দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের আশ্রম ঘাটে উত্তর থেকে বয়ে আসা ঢেপা নদীর উপরে বহু কাঙ্খিত সেতুটি নির্মিত হতে যাচ্ছে ৩৩ কোটি টাকা ব্যয়ে। ২৮০ মিটার সেতুটি লম্বা। সোমবার সেতুর কার্যক্রম শুরু হয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ সেতুটির উদ্বোধন হতে পারে বলে, জানিয়েছেন কাহারোল উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহম্মেদ। এই সেতু নির্মিত হলে দীর্ঘ দিনের আশা পূরণ হবে নদীর দুই পাড়ের মানুষের তথা কাহারোল উপজেলা সহ বিভিন্ন উপজেলার সঙ্গে কাহারোল উপজেলার যোগাযোগ ব্যব-’া আরও উন্নতি হবে বলে আশা করছেন এই অবহেলিত নদী পাড়ের মানুষেরা। নদীর উপরে সেতু না থাকার কারণে এলাকার লোকজনকে ২০ কিলোমিটার ঘুরে দশ মাইল দিয়ে সৈয়দপুর সহ রাজধানী এবং বিভিন্ন জেলায় যেতে হতো। আশ্রম ঘাটের সেতু নির্মিত হলে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে এলাকার ও উপজেলার মানুষ দশ মাইল থেকে দিনাজপুর শহরে যেতে পারবে। এ ব্যাপারে গতকাল নিগমানন্দ আশ্রমের পরিচালক নন্দ দুলাল চক্রবর্তীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ১৯৮৮ সালে ঢেপা নদীর পূর্ব পার্শ্বে নিগমা নন্দ আশ্রম, দাতব্য চিকিৎসালয়, হাই -্কুল, প্রাইমারী -্কুল ও বৃদ্ধাশ্রম তৈরী করা হয়। ঢেপা নদীর উপর সেতু না থাকার কারণে মুটুনি হাট সহ বিভিন্ন গ্রামের লোকজন শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা লোকজনকে বর্ষার সময় ঘন্টার পর ঘন্টা নদী পাড়ে দাড়িয়ে থাকতে হতো। সেতু নির্মাণ হলে এলাকার লোকজনকে আর নদীর ঘাটে দাড়িয়ে থাকতে হবে না। নদীর পাড়ের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, কোনদিন কল্পনা করতে পারি নাই যে, ঢেপা নদীর উপর আশ্রম ঘাটে সেতু নির্মাণ হবে। তিনি বলেন, এই সেতু নির্মাণের ফলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।