কোম্পানীগঞ্জে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

এফএনএস (নাজিম উদ্দিন খোকন; কোম্পানীগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ পিএম
কোম্পানীগঞ্জে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবল জোয়ারে  ৮শত ঘর-বাড়ি, ৫শত একর ফসলী জমি নদী গর্ভে বিলীহ হয়ে গেছে। প্রতিদিন ভাঙ্গছে ২শত মিটার করে। ভাঙ্গন রোধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। ঘটনাটি হলো- চরফকিরা ইউনিয়নের ও চরএলাহী ইউনিয়নের বর্ডারে নোয়াখালী খালে বিগত সরকারের আমলে ১৯ ভেল্ট এর একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। এ স্লুইসগেটটি বন্ধ রয়েছে। স্লুইসগেটের পশ্চিম পার্শ্বে ৫শত ফুটের একটি বাঁধ নির্মাণ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে সেটি না করায় বর্তমানে প্রবল জোয়ারে ছোট ফেনী নদী ও বামনী নদীর পানির স্রোতে ২টি ইউনিয়নের প্রায় ৪টি গ্রাম নদী গর্ভে চলে গেছে। গ্রামগুলো হলো- চরএলাহীর ৪,৫ ও ৬নং  ওয়ার্ড, চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড। ক্রসড্যাম নির্মাণ, নদীতে ব্লক দেওয়া, বাঁধ নির্মাণ ও স্লুইসগেট খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেন- চরএলাহী ও চরফকিরা ইউনিয়নসহ কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের বামনী নদী ও চাপরাশি খালের তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, চরএলাহী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইসমাঈল তোতা, চরএলাহী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মোঃ আইয়ুব আলী, মোঃ ইব্রাহীম তোতা প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, বিগত ১৫/২০ বছরে এ অঞ্চলে প্রায় ৫০হাজার পরিবারের বশত বাড়ি, সরকারী স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, বাপ-দাদার কবরস্থান, মৎস খামার, গরু মহিষের খামার, ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ১লক্ষ লোক নিঃস্ব হয়ে গেছে। আগামী অল্প কিছু দিনের মধ্যে ক্রসড্যাম নির্মাণ, ৫ কিলোমিটার ব্লক দেওয়া ও চাপরাশি খালের মুখে স্লুইসগেট খুলে দেওয়া না হলে চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজার, চরএলাহী উচ্চ বিদ্যালয়, চরএলাহী সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, মসজিদ, মাদ্রাসাসহ সকল স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে