সেনবাগ পৌর শহরের বাবুপুরে পাহারনাদারকে অস্ত্রের মূখে জিম্মি করে গরু ব্যবসায়ী মোঃ হাজ্বী মোঃ জাকের হোসেন হোসেনের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্গবদ্ধ চোরের দল। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি সঙ্গবদ্ধ চোরের দল দুইটি পিকআপ যোগে একটি দুগ্ধজাত গাভী তার বাচুর সহ বড় ৬টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমনিক বাজার মূল্য ১০লাখ টাকা হবে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর।
সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সেনবাগ পৌর শহরের বিশিষ্ট গরু ও মাংস ব্যবসায়ী হাজ্বী জাকের হোসেনের পৌর শহরের ৯নং ওয়ার্ড বাবুপুর গ্রামের বাড়ির মেইন রোডের পাশ্বে নিজ বাড়ির সামনে একটি টিন শেডের খামার ঘরের ফ্লোর মেরামতের কাজ চলমান থাকায় খামার ঘরের বাহিরে গরুগুলো বেঁধে রাখা হয়। এসময় আবুল হাসেম নামে একজন পাহারাদার নিয়োজিত ছিলো। রাত সাড়ে ৩টারদিকে সঙ্গবদ্ধ চোরের দল দুইটি পিকআপ যোগে ঘটনাস্থলে পৌছে পাহারাদার আবুল হাসেমকে অস্ত্রে মুখে জিম্মি করে ফেলে। এ সময় সঙ্গবদ্ধ চোরের দল পাহারাদারকে জিম্মি করে দুটি অশোক লেল্যান্ড পিকআপ যোগে পাহারাদার সহ ৬ টি গরু চুরি করে নিয়ে যায়। পরে পাহারদারকে সেনবাগের মোহাম্মদপুর ইউপির ফেনী-নোয়াখালী ফোর লেইন মহাসড়কের কল্যান্দী হাইস্কুল এলাকায় ফেলে রেখে যায়। এসময় ওই সড়কে চলাচলকারী একজন সিএনজি চালক তাকে উদ্ধার করে খামারে পৌছে দেন। ঘটনার সংবাদ পেয়ে সেনবাগ থানার এস আই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকাল ৪টায় এরিপোর্ট লেখা পর্যন্ত সেনবাগ থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার।