মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও সরকারি জায়গা দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সব দোকানদারদের ময়লা আবর্জনা রাস্তায় না ফেলার অনুরোধ জানান। একই সাথে বাজারের অবৈধ দখলদারদের দ্রুত নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নিদের্শ দেন। অভিযান পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন শরিফ, ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী প্রমুখ।