প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারী সকল আসামী গ্রেপ্তার ও সর্বচ্চো শাস্তি ফাঁসির দাবিতে তার নিজ গ্রাম ময়নসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়ায় বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থী,রাজনৈতিক দল ও একাবাসী।
মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরে উপজেলার বিরুনীয়া বাজারে ওই কর্মসূচি পালিত হয়। এতে, আশ-পাশের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিএনপি,জামাতের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন পেশার শত শত নারী-পরুষ অংশ গ্রহন করেন। দুপুর দেড়টা বিরুনীয়া বাজারের গোহাটা থেকে শরু হওয়া মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শণ করে। পরে মাদ্রাসা মাঠে গিয়ে সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন নিহতের পিতা জসিম উদ্দিন,মামলার বাদী তার ভাই হুমায়ন কবির সহ উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক, বিএনপি নেতা মাওলনা এশফাকুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।