গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে.এম ছিদ্দিকুর ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার ২১ এপ্রিল দিনগত গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো আ.লীগ নেতা রবিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এক প্রশ্নের উত্তরে তিনি জানান আ.লীগ নেতা কেএম রবি তদন্তাধীন মামলার একজন সন্দিগ্ধ আসামী। গোটা উপজেলা জুড়েই এমন গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।