সাপাহারে ঘাস ফ্লু কতৃক ৫৫তম আন্তর্জাতিক ধরিত্রী দিবস পালন

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৪:৪২ পিএম
সাপাহারে ঘাস ফ্লু কতৃক ৫৫তম আন্তর্জাতিক ধরিত্রী দিবস পালন

"আমাদের শক্তি, আমাদের পৃথিবী"-প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৫তম আন্তর্জাতিক ধরিত্রী দিবস পালিত হয়েছে।

গত ২২ এপ্রিল মঙ্গলবার  পিকেএসএফ-এর সহযোগিতায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ  বিশেষ অতিথি হিসেবে ছিলেন  কে.এম.জি. রববানী বসুনিয়া (প্রকল্প ফোকাল, ঝগঅজঞ প্রকল্প ও সহকারী পরিচালক ঝউচ, ঘাসফুল।) ও, ঝগঅজঞ প্রকল্পের কর্মকর্তাগণ,পরিবেশ ক্লাবের সদস্য এবং স্থানীয় মাইক্রো উদ্যোক্তা (গঊ) প্রতিনিধিরা। এছাড়া  শরীফ আহম্মেদ- অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সাপাহার সরকারি কলেজ) সাপাহার, নওগাঁ রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন। এবারের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য "আমাদের শক্তি, আমাদের পৃথিবী"-কে সামনে রেখে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ  এর নেতৃত্বে সকালে বর্ণাঢ্য র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন  শেষে সাপাহার উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার অপরিহার্য। ঝগঅজঞ প্রকল্পের মাধ্যমে সৌরশক্তি ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো হচ্ছে, যা স্থানীয় সম্প্রদায়ের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।" 

আলোচনা সভায় অধ্যাপক শরীফ আহম্মেদ বলেন, এই পৃথিবী আমাদের, আমরাই পৃথিবীকে সুস্থ রাখবো এবং পরিবেশ সংরক্ষণ করব।

আলোচনায় উঠে আসে, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার তিনগুণ বৃদ্ধির বৈশ্বিক লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ের অবদানের গুরুত্ব। ঝগঅজঞ প্রকল্পের মাধ্যমে সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈবসার ব্যবহারের মতো উদ্যোগগুলোর সাফল্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে ঝগঅজঞ প্রকল্পের সমন্বয়কারী জনাব কুদরাত-ই-খোদা মোহাম্মদ নাসের বলেন, "ধরিত্রী দিবস কেবল একটি দিনের অনুষ্ঠান নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব চর্চার সূচনা। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই তৈরি করবে একটি টেকসই ভবিষ্যৎ।"

আপনার জেলার সংবাদ পড়তে