বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সভাকক্ষে প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইতিয়াক আহমেদ।
প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লিয়াকত আলী, বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরজামাল হোসেন সোনাহার, প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিউর রহমান, পৌরযুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লুৎফর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মিঠুন, রিয়াজুল ইসলাম, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম মানিক, শামীম রেজা, জাহাঙ্গীর আলম প্রমূখ।
আসছে ঈদ উল আযহার তৃতীয় দিন অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রাথমিকভাবে প্রস্তুতি গ্রহণের এবং রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।