সন্ত্রাস বিরোধী আইনে মামলায় বিশেষ অভিযান

ত্রিশালে ছয় ইউপি চেয়ারম্যানসহ ২৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০৮ পিএম
ত্রিশালে ছয় ইউপি চেয়ারম্যানসহ ২৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জননিরাপত্তা বিপন্ন, বড় ধরনের অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সমবেত হওয়ায় পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম ওরফে টোকাই কামরুল (৪০) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ত্রিশাল থানা পুলিশের এসআই (নিঃ) দেবলাল সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলায় ত্রিশাল উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ ও ছাত্রলীগের ২৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫জনকে আসামী করা হয়। আসামী ছয় ইউপি চেয়ারম্যানরা হলেন, ১নং ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, আওয়ামী লীগনেতা ও ২নং বইলর ইউপি চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ্, আওয়ামী লীগনেতা ও ৬নং ত্রিশাল ইউপির চেয়রাম্যান জাকির হোসেন, ৯নং বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ১০নং মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল ও ১১নং মোক্ষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন। উল্লেখিত চেয়ারম্যানদের মধ্যে ৪জন নৌকা প্রতীক নিয়ে ও ২জন আওয়ামী লীগনেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হন। এছাড়াও মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ ও ছাত্রলীগের ২৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫জনকে আসামী করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মডেল মসজিদের সামনে ফাঁকা জায়গায় পূর্ব পরিকল্পিত ভাবে একত্রিত হয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করে জননিরাপত্তা বিপন্ন করা এবং বড় ধরনের অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সমবেত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে কামরুল নামে ১জনকে গ্রেফতার করা হয়। এঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নং-২৩, তারিখ-২২/০৪/২০২৫ইং। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ও অন্য আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি মনসুর আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে