দৌলতপুর সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০১:৪৮ পিএম
দৌলতপুর সীমান্তে ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ১  কেজি ৩৪০ গ্রাম  ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ একজন আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত সীমান্ত লাগোয়া খারিজাথাক এলাকা থেকে সোনার বার সহ  শ্রী রপন মন্ডল (৪৫) নামে এক চোরা কারবারী কে আটক করা হয়। আটক শ্রী রপন মন্ডল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মুল্য প্রায় ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে বিজিবির নায়েক মোঃ শাহজালাল এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময়  চোরাকারবারী শ্রী রপন মন্ডলের নিকট হতে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন আনুমানিক ১ কেজি ৩৪০ গ্রাম। এই ঘটনার সাথে জড়িত খারিজাথাক এলাকার  মুজা সরকারের ছেলে নুর আলম সরকার (৩৭) নামে আরেকজন পালিয়ে যায়। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। আটককৃত শ্রী রপন মন্ডলকে দৌলতপুর থানায় হস্তান্তরসহ উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে