ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলক নগর গ্রামে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভির রাতে আইনুদ্দিন শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক আইনুদ্দিন শেখ জানান, মঙ্গলবার সারাদিনে আমাদের বাড়ির সব সদস্যদের শারীরিক অবস্থা খারাপ ছিল। সন্ধ্যা লাগার সাথে সাথেই আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে ১০/১২ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল ঘরের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢ়ুকে বাড়ির সবাইকে জিম্মি করে আট ভরি স্বর্ণ,নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ব্যাংকের কাগজপত্র নিয়ে যায় ডাকাত সদস্যরা বলে অভিযোগ করেন। আইনুদ্দিন শেখের ছেলের স্ত্রী সুম্মা খাতুন জানান, সকাল থেকেই আমি অসুস্থ। রাত দুইটার দিকে ঘুম ভেঙ্গে দেখি আমার ঘরে তিনজন লোক তারা আমাকে জিম্মি করে বাক্স ভেঙ্গে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।তারা চলে যাবার পর আমার চিৎকারে প্রতিবেশীরা আসলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান ঘটনাটি রহস্যজনক। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।