কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে সিলেটে প্রতীকী অনশন শিক্ষার্থীদের

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
| আপডেট: ২৩ এপ্রিল, ২০২৫, ০২:২৬ পিএম | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০২:২৬ পিএম
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে সিলেটে প্রতীকী অনশন শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে সিলেটেও শুরু হয়েছে ছাত্রদের প্রতীকী অনশনসহ প্রতিবাদ কর্মসূচি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে প্রতীকী অনশনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসনের স্বেচ্ছাচারিতা, ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ইন্টারনেট ও পানির সংযোগ বিচ্ছিন্নসহ নানা অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদেই এই কর্মসূচি। তাঁরা একাত্মতা প্রকাশ করেছেন কুয়েটের চলমান আন্দোলনের সঙ্গে।

প্রতীকী অনশন চলাকালে শিক্ষার্থীরা "ছাত্র নিপীড়ন চলবে না", "গণতন্ত্র চাই, স্বৈরাচার নয়", "ভিসির পদত্যাগ চাই" ইত্যাদি স্লোগান দেন। একইসাথে তাঁদের ৫ দফা দাবির সাথে সংহতি জানিয়ে দ্রুত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, “শুধু কুয়েট নয়, বাংলাদেশের সব শিক্ষাঙ্গনে ছাত্রদের কণ্ঠ রোধের চেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হতে এসেছি।”

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য,মালেকা খাতুন সারা। সাধারণ শিক্ষার্থী নুসরাত জাহান লাবণ্য, আমিরুল ইসলাম, লাহিন তালুকদার প্রমুখ। 

প্রতীকী অনশন শেষে শিক্ষার্থীরা আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে