গজারিয়া উপজেলার ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকায় ভারতের বিতর্কিত ওয়াকফ আইন বহাল ও সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ কারী হিদায়েতুল্লাহ'র সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আতাউল মুহসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন পান্নু, মাওলানা আবু হানিফ নোমান, সাদ ইবনে মোশারফ, মাওলানা ইমরান হোসেন, নাজমুল সরকার, শামীম হোসেন প্রমুখ।