বকশীগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৯

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:৫৩ পিএম
বকশীগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৯

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-২। বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাওী বাজারে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-২ ওসি নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেন।

আটক কৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম(৩২), চর কামালেবার্তীর বাবুল (৪০) ও তার ভাই মজনু মিয়া (৪০),আঃ রহিমের ছেলে মোঃ বিলেত আলী (৩৬),শরাফত আলীর ছেলে আজাদ(২৮), এরশাদ আলীর ছেলে মান্নান (২২), আবু বক্করের ছেলে শফিক (৩৬), মৃত গোলাপ হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৭),আক্কাস আলীর ছেলে জয়নুল হক(৩৬)।

ডিবি-২ ওসি নুরুল ইসলাম বাদল জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে