রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী শ্রীমৎ কৃজ্ঞ প্রসন্ন ক্ষাপা বাবার আশ্রমে সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আড়ানী পৌর বিএনপির আয়োজনে আশ্রমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বিল্টু। সভাপতিত্ব করেন আড়ানী শ্রীমৎ কৃজ্ঞ প্রসন্ন ক্ষাপা বাবার আশ্রম কমিটির সভাপতি হারান চন্দ্র হালদার। আশ্রমের সাধারণ সম্প্রাদক রুপ সোনাতন দোপের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক রাম গোপাল সাহা, আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সাবেক ছাত্রদল নেতা মহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।