নানা আয়োজনে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়াতাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (১১ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ঐদিন বিকেল সাড়ে তিনটায় উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাংলাহিলি বাজারস্হ দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বাহির হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান। আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা কৃষক দলের সাঃ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, পৌর কৃষক দলের সাঃ সম্পাদক বিপ্লব আহম্মেদ সহ অনেক।