সাতকানিয়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০২:৫৮ পিএম
সাতকানিয়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে এক পিতাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে গ্রোপ্তারকৃতের নাম মোহাম্মদ আলী (৪০)। সে উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেন চৌধুরী ওরফে মনোহর চৌধুরী পাড়ার মৃত এমদাদ আলী ও খালেদা বেগমের পুত্র।

ঘটনার বিবরণে জানা যায়, কোটিপতি মোহাম্মদ আলী দীর্ঘদিন বিদেশে ছিল। দেশে এসে মাদক সেবন ও সূদী কারবারে জড়িয়ে পড়ে। তার দুই ছেলে ও ২ মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স ১৩ বছর। সে ছদাহার একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

গত ২২ এপ্রিল মোহাম্মদ আলী তার উক্ত কন্যাকে সাতকানিয়ার কেরানিহাটের একটি বেসরকারী হাসপাতালে এনে লিখিত অঙ্গীকার নামা দিয়ে ডি এন্ড সি করায়। তখন সে ২ মাস ১৫ দিনের গর্ভবতী ছিল।

এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে বুধবার সালিশে ডাকে। সে সবার সম্মুখে ঘটনার সত্যতা স্বীকার করে। শয়তানের ধোকায় পড়ে নিজের মেয়েকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করেছে বলে সে স্বীকারোক্তি দেয়। মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে সে গ্রামবাসীকে বশে এনে এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী তাতে সম্মত না হয়ে তাকে বৃহস্পতিবার ভোরে সাতকানিয়া থানায় সোপর্দ করলে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম তার বিরুদ্ধে মামলা রুজু করে  তাকে আদালতে সোপর্দ করেন। এরকম অকল্পনীয় অসামাজিক অবৈধ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে