দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে পরিবেশ রক্ষায় প্লাষ্টিক পলিথিন দূষণ প্রতিরোধে করনীয় নির্ধারনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। রুপান্তরের সুন্দরবন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সাতক্ষিরা জেলা প্রজেক্ট অফিসার মোঃ গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথি প্লাষ্টিক ও পলিথিন ব্যবহারে গনসচেতনতা সৃষ্টিতে বেশ কিছু বিষয় তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, দাকোপ থানার ওসি তদন্ত দেবাশিষ দাস, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাস, এনজিও সিএনআরএস’র উপজেলা প্রকল্প সমন্বয়কারী দেবাশিষ ঘোষ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রেসক্লাবের কোষাধক্ষ্য বিধান চন্দ্র ঘোষ, সাংবাদিক মামুনুর রশিদ, রুপান্তরের ইয়ুথ ক্লাবের সদস্য অমিত রায় প্রমুখ। সভায় অংশ গ্রহনকারীদের মধ্যে তাপসী সানা, তন্ময় সাহা, রেবা বৈরাগী, জীবন মন্ডল, অনিমেষ বিশ্বাস এবং মাসুম রেজা পরিবেশ রক্ষায় বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। সভায় আগামী ২৯ এপ্রিল খাল নালার বর্জ্য অপসারন, খাল ও বাজারের পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য অপসারন, বাজারে ময়লার ডাস্টবিন ও বাস্কেট ব্যবস্থা নিশ্চিত করা, বাসা বাড়ীতে ব্যবহ্নত পলিথিন প্লাষ্টিকের বর্জ্য জমিয়ে রেখে নির্দিষ্ট স্থানে অপসারন এবং বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে প্লাষ্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং অনুষ্ঠানের বর্জ্য দ্বারা যাতে পরিবেশ নষ্ট না হয় সে ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।