গফরগাঁওয়ে তারেক রহমান যুব পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ পিএম
গফরগাঁওয়ে তারেক রহমান যুব পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে তারেক রহমান যুব পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

গফরগাঁও উপজেলা শাখা তারেক রহমান যুব পরিষদের সভাপতি মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম. আর খাইরুল চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নিবাহী কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল আজিজ, সহ- সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান, মোঃ শহিদুর রহমান, জালাল উদ্দিন জালাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, সাবেক যুগ্ম আহবায়ক, পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে