ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে ব্যাকিত্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা মটর মালিক সমিতি। মহাসড়কে যেন নির্ভীঘ্নে যান চলাচল করতে পারে সে জন্য মটর শ্রমীকদের মাঝে মাইক ও স্বেচ্ছাসেবী জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
উপজেলা মটর মালিক সমিতি সভাপতি আ.ন.ম ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম মাওলা, উপজেলা মটর মালিক সমিতির সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা প্রমূখ।