কলমাকান্দায় অসুস্থ আদিবাসী নারীর পাশে জামাতে ইসলামির মিডিয়া সেল

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:৫৫ পিএম
কলমাকান্দায় অসুস্থ আদিবাসী নারীর পাশে জামাতে ইসলামির মিডিয়া সেল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জগনাথপুর গ্রামের অসুস্থ্য আদিবাসী নারীর পাশে জামাতে ইসলামের মিডিয়া সেল ও কলমাকান্দা পরিবার। শুক্রবার (২৫ শে এপ্রিল) দুপুরে কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নের অসুস্থ আদিবাসী নারীর পাশে জামাতে ইসলামির মিডিয়া সেল ও কলমাকান্দা পরিবার জগনাথপুর গ্রামের ফিপসন রংদীর মেয়ে অসুস্থ্য আদিবাসী নারী পারভীন ঘাগ্রার পাশে কিছু শুকনো খাবার চাল ডাল তেল পেয়াজ রসুন ইত্যাদি সামগ্রি নিয়ে সহায়তার হাত বাড়িয়ে  দিয়েছেন।

উল্লেখ্য যে, গত বোধবার সামাজিক যোগাযোগ মাধ্যম কলমাকান্দা পরিবার গ্রুপে এই প্রতিবেদনটি প্রকাশ হলে সঙ্গে সঙ্গে  বাংলাদেশ জামাতে ইসলামির মিডিয়া সেল কালমাকান্দা শাখা তাৎক্ষণিক কিছু শুকনো খাবার নিয়ে ওই অসহায় আদিবাসী নারীর বাড়িতে পৌঁছে দেন।

পরে কলমাকান্দা উপজেলা জামাতে ইসলামির শাখার আমীর মাওলানা আবুল হাসেম জানান, আমাদের  মিডিয়া সেল ওই অসহায় অসুস্থ দরিদ্র মহিলার যাবতীয় চিকিৎসার ব্যয় ভার বহন করবে এবং অচিরেই ঢাকা ইবনে সিনা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।

এদিকে কলমাকান্দা পরিবার এর এডমিন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কাজল তাং বলেন, আমি গত বোধবার সরজমিনে গিয়ে এই অসহায় অসুস্থ আদিবাসী নারীর এই করুন অবস্থা দেখে একটি ভিডিও ফটেজ ধারন করিলে তাৎক্ষণিক স্থানীয় জামাতে ইসলামির মিডিয়া সেল ওই অসুস্থ আদিবাসী নারীর পরিবারের পাশে গিয়ে দাড়ান, এবং যাবতীয় চিকিৎসার ব্যায়বার বহন করিবে মর্মে আমাকে আশ্বস্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে