কক্সবাজারে ঈদগাঁও উপজেলা থেকে গতরাতে (বৃহস্পতিবার ) ৭ আসামিকে আটক করা হয়েছে। ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে স্থানীয় থানা পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে দুইজন নিয়মিত মামলার এজাহার নামীয় আসামি। বাকি পাঁচজন পরোয়ানা ভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। আটককৃত আসামিরা হচ্ছে পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া গ্রামের রমজান আলী ও তার পুত্র খোরশেদ আলম।
পরোয়ানাভুক্ত আসামীরা হচ্ছে ঈদগাঁও পশ্চিম ভাদিতলার দুই ভাই জাগির হোছন ও মোঃ কামাল এবং মধ্যম পোকখালীর সহোদর তথা মোহাম্মদ ওবায়দুল্লাহ, হারুন উর রশিদ ও মোহাম্মদ এরশাদ উল্লাহ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।